বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

চট্টগ্রাম পর্ব শুরু

চট্টগ্রাম পর্ব শুরু

স্পোর্টস ডেস্ক :

আজ শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের চট্টগ্রাম পর্ব। বন্দরনগরী চট্টগ্রামে এখন তারার হাট। আজ ১৩ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই পর্ব।

ঢাকায় প্রথম পর্ব শেষে সব দল এখন অবস্থান করছে বন্দরনগরী চট্টগ্রামে। সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে দুটি ম্যাচ।

দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। নিজেদের মাঠে ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিংয়ে স্বাগতিক চট্টগ্রাম।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় খুলনা টাইগার্স খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। এই চারটি দলই ঢাকা পর্বে ২টি করে ম্যাচ খেলেছে। ১টি করে জয় পেয়েছে চট্টগ্রাম, বরিশাল ও রংপুর। ২ ম্যাচের দু’টিতেই হারের মুখ দেখেছে খুলনা।

বিপিএলের নবম আসর শুরুর আগে থেকেই আলোচনার টেবিলে। ঢাকা পর্বে এক সাকিব আল হাসানই গরম রেখেছেন মাঠ ও মাঠের বাহিরটা। এছাড়া, মিরপুরের পিচ প্রত্যাশার চেয়ে ভালো থাকায় রান ছিল প্রায় প্রতি ম্যাচেই৷ বড় প্রাপ্তি স্থানীয় ব্যাটারদের ব্যাট হেসেছে নিয়মিত। সেরা পাঁচ রান সংগ্রাহকের তিনজনই বাংলাদেশি তরুণ।

তবে ঢাকায় দেশি বোলাররা তেমন একটা সুবিধা করতে পারেননি। চট্টগ্রামে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ বোলারদের সামনে। অনুরূপভাবে ব্যাটারদের সামনে সুযোগ নিজেদের আরও এগিয়ে নেওয়ার৷ তাছাড়া, চট্টগ্রাম সবসময়ই দু’হাত উজাড় করে দেয় বাংলাদেশিদের।

চট্টগ্রাম পর্বে মোট ম্যাচ অনুষ্ঠিত হবে ১২টি। ১৩, ১৪ তারিখের পর ১৫ তারিখ বিরতি দিয়ে ১৬ তারিখ ফের মাঠে গড়াবে খেলা। এরপর ১৬, ১৭ তারিখ খেলা হয়ে ১৮ তারিখ বিরতি। ১৯, ২০ তারিখে খেলা হয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech