বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার।

এর মধ্যে একসঙ্গে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির সবগুলো তালিকায় জায়গা পেয়েছেন মাত্র চারজন ক্রিকেটার। তাঁরা হলেন—সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। মিরাজ আগের চুক্তিতে ছিলেন শুধু টেস্ট ও ওয়ানডেতে। এবার জায়গা পেলেন তিন ফরম্যাটেই।

প্রথমবার বিসিবির কেন্দ্রীয় তালিকায় চুক্তিবদ্ধ হওয়ার সুখবর পেয়েছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। এ ছাড়াও আছেন সৈয়দ খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

তিন সংস্করণের জন্য আলাদা চুক্তি করা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে। এর মধ্যে তিনটিতেই আছেন চারজন। দুটিতে আছেন সাতজন ক্রিকেটার। আর একটি সুযোগ পেয়েছেন ১০জন ক্রিকেটার।

আগেরবারের চুক্তি থেকে বাদ পড়েছেন চারজন। তাঁরা হলেন—ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ।

এক নজরে দেখে নেওয়া যাক বিসিবির নতুন চুক্তির তালিকা

তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ

ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল, মুশফিকুর রহিম।

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: আফিফ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech