বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে ঝগড়া

ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে ঝগড়া

স্পোর্টস ডেস্ক :

ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকো ম্যাচের পরই আলোচনায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমার। তবে, সেটি মাঠের পারফরম্যান্স দিয়ে নয়। ড্রেসিংরুমে খেলোয়াড়দের পাশাপাশি পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাক্যবিনিময় উঠে আসে খবরের শিরোনামে। তারপর শুরু হয় আলোচনা। আর নেইমারও স্বীকার করে নেন  সেই অভিযোগ।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কমের এক প্রতিবেদন অনুসারে নেইমারের বলেন, ‘লুইস কাম্পোসের সঙ্গে তাদের বাকবিতন্ডার বিষয়টি সত্য। তবে, সেটি ফুটবলারদের ভালোর জন্যই হয়েছে। এটা কোনো বড় ইস্যু নয়, আমাদের মধ্যে প্রায়শই এমন হয়ে থাকে। বলতে পারেন আমাদের সম্পর্ক প্রেমিকার সঙ্গে সম্পর্কের মতো।’

নেইমার আরও জানান, ‘ আমরা আসলে হারতে অভ্যস্ত নই। তবে মাঝেমাঝে এমন হার আমাদের হতাশ করে। আর তাই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাটা কঠিন হয়ে পড়ে। তা ছাড়া ড্রেসিংরুমের যেসব খবর গনমাধ্যমে আসে, তার বেশিরভাগই মিথ্যা। মৌসুমের গুরুত্বর্পূণ সময়ে এমন গুঞ্জন শোনা যায়। আমাদের এই বিষয়ে বাড়তি নজর রাখতে হবে।’

গতকাল সোমবার জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কমের আরেকটি প্রতিবেদন অনুসারে, মোনাকোর বিপক্ষে ম্যাচে সতীর্থদের পারফরম্যান্সে নাখোশ নেইমার। ঠিক জায়গায় সঠিক মতো বল না পাওয়ায় সতীর্থ ভিতিনহা ও একিতিকের ওপর চটেছেন নেইমার। ম্যাচ শেষে তর্কে জড়ান স্পোটিং ডিরেক্টর লুইস কাম্পোসের সঙ্গেও।

ফরাসি সংবাদমাধ্যম লে কিপের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়দের নিবেদন ও আগ্রাসী মনোভাব নিয়ে অভিযোগ তোলেন নেইমার। তার এই অভিযোগ মোটেও পছন্দ হয়নি খেলোয়াড়দের। সেই সময় নেইমার-মারকুইনহোস স্পোর্টিং ডিরেক্টর কাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন।

ক্লাবকর্তাদের সঙ্গে যে নেইমারের সম্পর্কটা ভালো নেই তা কমবেশি সবারই জানা। রেকর্ড দামে দলে ভেড়ালেও প্রত্যাশা পূরণে ব্যর্থ নেইমার। আর তাই এবার নেইমারকে বিদায় করে দেওয়ার ভাবনায় পিএসজি। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে তাকে বিক্রি করে দিতে চায় ফরাসি জায়ান্টরা। এমন তথ্য উঠে এসেছে গোল ডট কমের প্রতিবেদনে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech