লিওনেল মেসি, বিশ্বের সবচেয়ে ভদ্র ফুটবলারদের মধ্যে একজন। মাঠে মেসিকে খুব একটা উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় না। প্রতিপক্ষ, খেলোয়াড়, রেফারি কিংবা কোচ, মাঠের বিতর্কে সবসময়ই আর্জেন্টাইন মহাতারকাকে এড়িয়ে যেতে দেখা যায়। তবে, এবার মেজাজ হারালেন মেসি, তাও আবার নিজ সতীর্থের ওপরই।
ফরাসি সংবাদমাধ্যম লে কিপের প্রতিবেদন অনুযায়ী, লিগ ওয়ানে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পরবর্তী ম্যাচ মার্সেইয়ের বিপক্ষে। সেই ম্যাচের আগে অনুশীলনে মেজাজ হারিয়েছে মেসি। নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে অনুশীলন ম্যাচ খেলছিল পিএসজি। অনুশীলন ম্যাচ হলেও খেলা চলছিল সিরিয়াসলি। প্রতিযোগিতামূলক ম্যাচের মনোভাব নিয়েই খেলছিলেন এমবাপ্পেরা।
মেসির বিপক্ষে দলে ছিলেন পর্তুগীজ ডিফেন্ডার ভিতিনহা। মেসিকে আটকাতে গিয়ে বারবার কড়া ট্যাকেল করছিলেন তিনি। ফলে মেসি কয়েকবার মাটিতে পড়ে যায়। মেসি সতর্ক করলেও থামেননি ভিতিনহা। একপর্যায়ে ভিতিনহার কাছে গিয়ে কারণ জানতে চান মেসি। শুরু হয় তর্কাতর্কি। তবে, বিষয়টি বেশিদূর গড়াতে দেননি বাকি সতীর্থরা। মেসি ও ভিতিনহাকে শান্ত করেন তারা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ খেলেছেন মেসি। নিজে করেছেন ১৬টি গোল ও সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি। অন্যদিকে চলতি মৌসুমেই পিএসজিতে যোগ দিয়েছেন ভিতিনহা। ক্লাবের হয়ে ৩৩টি ম্যাচ খেলে ২৮টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন তিনি।