টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকেছে বাংলাদেশ। হাতছাড়া হয়েছে সিরিজও। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডের আগে বাংলাদেশ দলকে চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ। এমন ম্যাচের আগে স্পিন কোচ রঙ্গনা হেরাথ দিলেন ইতিবাচক বার্তা। পিছিয়ে থেকেও শেষ ওয়ানডেতে শক্তিশালী হয়ে ফেরার কথা জানালেন লঙ্কান কোচ।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।
সাগরিকায় ম্যাচটিতে ইংল্যান্ডকে মোকাবিলা করার আগে আজ রোববার (৫ মার্চ) সংবাদমাধ্যমের সামনে কোচ হেরাথ বলেন, ‘আসলে পরাজিত দলে থাকাটা সহজ ব্যাপার নয়। তবে এটা খেলারই অংশ। আমাদের শক্তিশালী হয়ে ফিরতে হবে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে, শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে আছি।’
শেরেবাংলার উইকেটে স্পিনারদের নিয়ে আশা করলেও ফল আসেনি বাংলাদেশের পক্ষে। প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনাররা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে রান বিলিয়েছেন দেদারসে। মেহেদী হাসান মিরাজ একাই দিয়েছেন ১০ ওভারে ৭৩ রান। সাকিব আল হাসান দিয়েছেন ৬৪ রান। তাইজুল ইসলামও দিয়েছেন ৫৮ রান।
স্পিনারদের নিয়ে কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে। তাইজুল, মিরাজ, সাকিবও। দ্বিতীয় ম্যাচে তাদের ব্যাটাররা বেশ ভালো খেলেছে। আমাদের উন্নতির জায়গা আছে বেশ কিছু। সব মিলিয়ে আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে বলেই মনে হয়েছে।’