স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে সিরিজে বাংলাদেশের সঙ্গে লড়াইটি ঠিকঠাক জমাতে পারেনি আয়ারল্যান্ড। ব্যাট-বল হাতে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেললেও, আইরিশরা ছিল নিষ্প্রভ। তবে, ওয়ানডে ফরম্যাটে ধরাশায়ী আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে দেখাতে চায় চমক। টি-টোয়েন্টি ফরম্যাট বলেই বাংলাদেশকে হারানোর স্বপ্নে বিভোর আইরিশরা।
পুরো সিরিজে এখন পর্যন্ত হতাশাজনক ক্রিকেট খেলেছে আয়ারল্যান্ড। নিজেদের ফিরে পেতে চট্টগ্রামে এসে বাড়তি তাগিদ দেখা যাচ্ছে তাদের মাঝে। আজ শনিবার (২৫ মার্চ) সকাল থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কঠোর অনুশীলন করে আইরিশরা।
অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে আসেন টি-টোয়েন্টি সিরিজে দলে যোগ দেওয়া রস অ্যাডাইর। দলের পরিস্থিতি ব্যাখ্যা করে জানালেন লড়াইয়ে ফিরতে উন্মুখ তারা, ‘অবশ্যই সবাই খুবই হতাশ। তবে, এটা একটা নতুন শুরু, নতুন সংস্করণ। আমরা ফিরে আসতে মুখিয়ে আছি এবং ইতিবাচক যে আমরা সেটা পারব। আমরা জানি, বাংলাদেশ কতটা ভালো। নতুন সংস্করণে আমরা সুযোগ দেখছি।’
মূলত ব্যাটিং নির্ভর দল হওয়ায় আগ্রাসী মেজাজে খেলে আয়ারল্যান্ড। ফিল্ডিংয়ে থাকে তুখোড়। নিজেদের চেনা ধরণে ফেরার তাগিদ অনুভব করছে তারা, ‘আমাদের চেনা ধরনে থাকতে হবে। আগ্রাসী হতে হবে। আমাদেরকে ব্যাটিং ও ফিল্ডিংয়ে আরও শৃঙ্খলা আনতে হবে। আমাদেরকে শট খেলতে হবে। আমরা সেসব করতে পারলে বড় জয় পেতে পারি।’
ওয়ানডেতে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে ভয় পায় না আয়ারল্যান্ড, এমনটা দাবি করে অ্যাডাইর বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’
টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সাফল্যের কথা জানিয়ে অ্যাডাইর বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যেকোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার স্মৃতি তরতাজা আয়ারল্যান্ডের। আবার গেল জানুয়ারিতে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারের তেতো অভিজ্ঞতাও আছে। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশকে চমকে দিতে মরিয়া আইরিশরা।