বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

এক ম্যাচে বাংলাদেশের যত রেকর্ডের মালা

এক ম্যাচে বাংলাদেশের যত রেকর্ডের মালা

স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ড সিরিজে যেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই গড়ছে একের পর এক রেকর্ড। ছাড়িয়ে যাচ্ছে নিজেদেরও। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও নতুন সব রেকর্ড গড়েছে সাকিবের দল।

যার ব্যাতিক্রম হয়নি দ্বিতীয় টি-টোয়েন্টিতেও। এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় টি-টোয়েন্টিতে কী কী রেকর্ড গড়েছে  বাংলাদেশ।

১. রানের হিসেবে টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড : আয়ারল্যান্ডের বিপক্ষে রানের হিসেবে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে পাওয়া আজ ৭৭ রানের জয় রানের হিসেবে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। আগের দ্বিতীয় সর্বোচ্চ জয়টিও অবশ্য আইরিশদের বিপক্ষে। তবে সেরা জয়টা পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের।

২. লিটনের দ্রুততম ফিফটি : ব্যাট হাতে লিটন দাস সময়ের সাথেই হয়ে উঠছেন ভয়ঙ্কর। সাগরিকায় আজ ব্যাটিংয়ে নেমেই ব্যাট হাতে ঝড় তোলেন লিটন। মাত্র ১৮ বল খেলে তুলে নেন ক্যারিয়ারের দশম ফিফটি। যা যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের হয়ে দ্রুততম। এই ফিফটির মাধ্যমে ১৬ বছর আগে মোহাম্মদ আশরাফুলের ২০ বলে ‍দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙেন লিটন।

২. বাংলাদেশের দ্রুততম দলীয় ফিফটি : টি-টোয়েন্টিতে অনেকদিন পর ওপেনিংয়ে ভালো দুজন ওপেনার পেয়েছে বাংলাদেশ। লিটন দাস-রনি তালুকদারের দুর্দান্ত ব্যাটিং বাংলাদেশকে স্বস্তি দিচ্ছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ২১ বলে দলীয় ফিফটি পূরণ করেন দুই ওপেনার লিটন-রনি। এর আগে ২০১৬ সালে ২৪ বলে এই আয়ারল্যান্ডের বিপক্ষেই দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড গড়ে বাংলাদেশ।

৩. বাংলাদেশের দ্রুততম দলীয় শতরান : লিটন-রনির ব্যাটিয়ে এখন ওপেনিং নিয়ে খুব একটা ‍দুশ্চিন্তা করতে হয় না বাংলাদেশকে। এই দুইজনের ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৪৩ বলে দলীয় শতরান পূরণ করে বাংলাদেশ। আগেরটি ছিল চলতি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে, ৫৩ বলে।

৪.টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি : লিটন দাস ও রনি তালুকদার বাংলাদেশের ওপেনিংয়ে এখন আস্থার অন্য নাম। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে একের পর এক রেকর্ড গড়ছে বাংলাদেশ।  দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন লিটন-রনি। যা বাংলাদেশের সেরা। এর আগে সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে ১০২ রানের জুটি গড়েন, যা ছিল এতদিন সর্বোচ্চ।

৫. বাংলাদেশের হয়ে অন্তত ২৫ রানের উদ্বোধনী জুটিতে সেরা রান রেট : লিটন দাস ও রনি তালুকদার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওভারপ্রতি ১৩.২৮ রান গড়ে ব্যাটিং করে। যা উদ্বোধনী জুটিতে সেরা রান রেট। আগের সেরা রান রেটের তালিকায় আছেন তামিম-সৌম্য ও তামিম-লিটন জুটি। দুবারই ওভারপ্রতি ১৩.০৭ গড়ে রান তোলে তারা।

৬.টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি : টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি গড়ার দিনে আরেকটি রেকর্ডে নাম লিখিয়েছে লিটন-রনি জুটি। ১২৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তামিম-মাহমুদউল্লাহ জুটি সর্বোচ্চ ১৩২ রান তোলে, যা ছিল এতদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ।

৭.টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী : সাকিব আল হাসান কেন বিশ্বসেরা অলরাউন্ডার, সেটা আরেকবার প্রমাণ করলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে মাত্র ২২ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন সাকিব। এমন দুর্দান্ত বোলিংয়ে কিউই পেসার টিম সাউদিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ উইকেট উইকেট শিকারির তালিকায় সবার ওপরে সাকিবের নাম। সাকিবের নামের পাশে এখন ১৩৬ উইকেট। ১৩৪ উইকেট নিয়ে দুইয়ে আছে টিম সাউদি আর ১২৯ উইকেট নিয়ে তিনে আফগান লেগ স্পিনার রশিদ খান।

বাংলাদেশকে যে এখন আর ছোট দল হিসেবে দেখার সুযোগ নেই। এমনসব রেকর্ড অন্তত সেই বার্তাই দেয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech