বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ফেসবুক হ্যাক নিয়ে লাইভে যা বললেন হিরো আলম

ফেসবুক হ্যাক নিয়ে লাইভে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক :
ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম হ্যাক হয়ে যাওয়া বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে একটি ফিরে পেয়েছেন। সেটি তার ফেসবুক আইডিটি। আশরাফুল হোসেন আলম নামে ওই আইডিতে লাইভে আসেন তিনি। এসে ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই সুসংবাদ।

ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন, ঈদের আগে আমার যে ভেরিফায়েড পেজটা হিরো আলম, ওটা হ্যাক করে নিয়ে যায়। আর গতকাল সন্ধ্যা ৬টায় আশরাফুল ইসলাম আলম নামে যে আমার ফেসবুক আইডি, টিকটক (এক লাখ ৮৫ হাজারের একটি টিকটক ছিল, সেটি। ইনস্ট্র্রাগ্রাম, এর সাথে আরও দুটি পেজ, আরও কিছু অ্যাকটিভ পেজ, সর্বমোট ৯টি অ্যাকাউন্ট হ্যাক করে।’

এরমধ্যে ঘণ্টাখানেক আগে একটি অ্যাকাউন্ট উদ্ধারের কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘আশরাফুল আলম নামে একটি আইডি ফিরে পেয়েছি।’ ফয়সাল আল নোমান নামে একজন তার এই আডি ফিরিয়ে আনায় তাকে ধন্যবাদ জানান এই ইউটিউবার।

ডিবি কার্যালয়ে যাওয়ার কথা জানিয়ে হিরো আলম বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি আজ ডিবি কার্যালয়ে গিয়েছিলাম। ডিবি হারুন স্যারের সঙ্গে কথা বলেছি এবং আমরা ওখানে একটা মামলাও করেছি।’ তিনি বলেন, ‘মিয়া আসগর নামে একজন এই অ্যাকাউন্টগুলো হ্যাক করেছে। সে বাইরের দেশে থাকে।’

হিরো আলম তার আইডি হ্যাকের বিষয়ে কিছু রাজনৈতিক ও মিডিয়া ব্যক্তিত্বকে দায়ী করেন।

এর আগে এক পোস্টে হিরো আলম বলেন, ‘‘আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টার মধ্যে হিরো আলমের ৯টি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাকাউন্টসহ সবগুলো রিকভার করতে সক্ষম হয়েছেন ফয়সাল আল নোমান। এখন সবগুলো অ্যাকাউন্ট সুরক্ষিত আছে। স্পেশাল থ্যাঙ্কস টু ডিবি প্রধান হারুন স্যারকে।’

তার কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে দেখা যায়, সেখানে অন্যান্য সব তথ্যে সঙ্গে লেখা, ‘রাত ১০ টায় লাইভে এসে বিস্তারিত বলব।’

সে সময় এই স্ট্যাটাসের বিষয়ে এনটিভি অনলাইন জানতে চাইলে এই ইউটিউবার বলেন, ‘‘এখন পর্যন্ত একটি অ্যাকাউন্ট ফেরত পেয়েছি।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech