স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। প্রায়শই এই কথাটিই শুনতে হয় ক্রিকেটপ্রেমীদের। কেননা রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আফগানিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে আপত্তি অনেক দেশের। প্রথমবারের মতো বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানরা। আগামী বছর অনুষ্ঠিতব্য এই সিরিজকে সামনে রেখে প্রকাশিত হয়েছে সূচি
আজ বুধবার (১৯ জুলাই) এক বিবৃতির মাধ্যমে আগামী বছর আফগানিস্তানের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেখানে দেখা যায় আগামী বছরের জুলাইয়ে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে যাবে সাকিব-তামিমরা।
২০২৩-২৪ মৌসুমে মোট সাতটি হোম সিরিজ আছে আফগানিস্তানের। ভারত বিশ্বকাপ শেষে ২০২৪ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ড, মার্চে জিম্বাবুয়ে, আগস্টে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আয়োজন করবে আফগানরা।
তবে ভেন্যু কোথায় হবে, সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি এসিবি। ধারণা করা হচ্ছে খেলার ভেন্যু হিসেবে থাকবে অন্য কোন দেশ। কারণ, নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাচ্ছে না। সম্ভাব্য সেই হিসেবে সম্ভাব্য ভেন্যু হতে পারে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। এই মাঠেই নিজেদের হোম সিরিজগুলো আয়োজন করছে আফগানিস্তান।