ডেস্ক রিপোর্ট :
ক্লাব ফুটবলে দলবদলের মৌসুম এখনও শেষ হয়ে যায়নি। আর দলবদলের বাজারে শেষের আগে শেষ বলে কিছু নেই। ব্রাজিলিয়ান সুপারস্টার ফরাসি ক্লাব পিএসজি ছাড়েতে চাওয়ার খবরটি পুরোনো। লিওনেল মেসিকে খুব করে চেয়েও যখন পায়নি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা, তখন ধারণা করা হচ্ছিল নেইমারের দিকে ঝুঁকবে বার্সা। কিন্তু, সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন স্বয়ং বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
গত জুনে বার্সাভিত্তিক টিভি চ্যানেল জিজান্তেসে দেওয়া একটি সাক্ষাৎকারের জাভি বলেছিলেন, ‘নেইমার আমাদের পরিকল্পনাতে নেই। সে আসবে, এই গুঞ্জন শুনে আমি বিস্মিত। বন্ধু হিসেবে তাকে আমি পছন্দ করি। কিন্তু আমাদের প্রাধান্যের তালিকায় সে নেই।’
এদিকে মঙ্গলবার (৮ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যায়, নেইমারের পিএসজি ছাড়ার খবরটিকে গুজব বলেছেন তার বাবা ও এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোস। তিনি বলেন, ‘আমি এমন কোনো সংবাদের নিশ্চয়তা দিতে পারব না, যা ঘটেনি। যারা এসব ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য জানি না। সেটি বোঝার চেষ্টা করছি।’
এই যখন অবস্থা, তখন নতুন খবর—নেইমার ইস্যুতে সুর পাল্টেছেন বার্সা কোচ জাভি। আজ বুধবার (৯ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে এমনটিই জানা যায়। জাভি বলেন, ‘নেইমার? এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। দলবদলের শেষ পর্যন্ত দেখা যাক। দেখি আমরা কী করতে পারি।’