বরিশাল:
বরিশাল জেলায় ৬৪৭টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে আজ বিকেলে পূজা উদযাপন কমিটির প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক শহিদুল ইসলাম-এতে সভাপতিত্ব করেন।
সভার জানানো হয় সকল পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেজন্য আইপি ক্যামেরা বসাতে হবে। এই ক্যামেরার মাধ্যমে স্থানীয় প্রশাসন পূজা মন্ডপ মনিটরিং করবেন। এর সাথে মন্ডপে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরাও থাকবেন। মন্ডপ এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলে ৯৯৯ নম্বরে ফোন করতে বলা হয়েছে। মন্ডপ এলাকায় পূজাকমিটি স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন। আরও জানানো হয়, যারা সাঁতার জানেন না, তাদের প্রতীমা বিসর্জনে অংশ না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আযান ও মসজিদে নামাজের সময়ে পুজামন্ডপে শব্দযন্ত্র বিরত রাখার অনুরোধ করা হয়।
সভায় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ ফজলুল করিম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুচ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ, এডিএম রুম্পা সিকদার, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীরপ্রতীকসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।