স্পোর্টস ডেস্ক :
চোট পেয়ে বিশ্বকাপের শেষ ম্যাচে খেলা হয়নি সাকিব আল হাসানের। বাজে এক টুর্নামেন্ট কাটানোর পর আর মাঠেও ফেরা হয়নি তার। সাকিবকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন ক্রিকেটাররা। কিন্তু সাকিব এখনও মাঠের বাইরে। তার অনুপুস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে তিন ফরম্যাটেই এখনও জাতীয় দলের অধিনায়ক সাকিব। তার ক্রিকেটে ফেরা হবে কবে? এর মধ্যে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এই কৌতূহল আরও বেড়েছে।
মাঠে ফেরার সময় এবার সাকিব নিজেই নিশ্চিত করেছেন। আরও অনেকদিন ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছেন তিনি। বিশ্বকাপে আঙুলে পাওয়া চোট সেরে উঠতে দুই সপ্তাহ বেশি সময় লাগছে। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএল থেকে মাঠে ফিরতে চান সাকিব। গত রবিবার আমেরিকাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সাকিব।
এ সময় তিনি বলেন, ‘আশা ছিল নিউজিল্যান্ডে অন্তত ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যাবো। এখন মাত্র দল যাচ্ছে। আমি পরিকল্পনা করেছিলাম ওরকম। কারণ আমার ধারণা ছিল চার সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবো। কিন্তু আমি গত দুই দিন আগেও এখানে ডাক্তার দেখিয়েছি। সে বলেছে যে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে। তারপর আস্তে আস্তে রিহ্যাব শুরু করতে।’
জাতীয় দলে কতদিন খেলতে চান এই প্রসঙ্গেও কথা বলেছেন সাকিব। এর আগে একবার জানিয়েছিলেন, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি খেলতে চান। এখন জানালেন, জাতীয় দলে মনোযোগ দিতেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততা কমাচ্ছেন।
সাকিব বলেন, ‘তিন ফরম্যাটেই খেলছি এখনও। আশা করবো যেন আরও চালিয়ে যেতে পারি। ভবিষ্যৎ তো কেউ জানে না যে কখন কোনটা কী হতে পারে। কিন্তু এখন অবধি ইচ্ছে আছে আরও বেশ অনেকদিন ক্রিকেট খেলে যাওয়া।’
‘আইপিএলে নামও দেইনি। স্বাভাবিকভাবে এটা একটা উইন্ডো (সময়) খোলা হবে আমার জন্য। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি। আগে যে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি সেক্রিফাইস করবো।’