মোকাম্মেল হক মিলন, ভোলা:
একাধিক এ্যাওয়ার্ড পাওয়ায় ভোলার কৃতি সন্তান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সমাজ সেবা, কৃষিতে অসামান্য অবদানসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গতকাল রাতে দৈনিক ভোলার বাণী তাকে এ সংবর্ধনা প্রদান করেন।
দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মুহা: মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। সংবর্ধনা অনুষ্ঠানে জাকির হোসেন মহিন এর সমাজ সেবা ও কৃষি ক্ষেত্রে তার অবদানসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ভোলা জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের সভাপতি আহাদ চৌধুরী তুহিন, ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, বর্তমান প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোকাম্মেল হক মিলন, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, নিউ ন্যাশন প্রতিনিধি আবদুস সহিদ তালুকদার, ক্যাব এর সাধারণ সম্পাদক সুলাইমান, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, দৈনিক তৃতীয়মাত্রার জেলা প্রতিনিধি ইয়াছিনুল ইমন, ভোলার বাণীর স্টাফ রিপোর্টার এম রহমান রুবেল, ইয়ামিন হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হারুন উর রশিদ, ভোলা টাইমস্ এর ভারপ্রাপ্ত সম্পাদক শিমুল চৌধুরী, ভোলার বাণীর নির্বাহী সম্পাদক জে আই সবুজ, বিশেষ প্রতিনিধি আমিনুল ইসলাম মঞ্জু খান, নজরুল ইসলাম খোকন, ভোলা নিউজ টুয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক রাকিব উদ্দিন অমি, ভোলার বাণীর বিশেষ প্রতিনিধি শাহীন কাদের, স্টাফ রিপোর্টার মাহে আলম, রিপোর্টার জামিল হোসেন, আরিফ হোসেন রাঢ়ী, এইচ এম এরশাদ, রাজাপুর প্রতিনিধি শফিক খান, দিঘলদী প্রতিনিধি কামরুল ইসলাম, সাংবাদিক সুমন, নিরব, ইব্রাহীম, অয়ন চৌধুরী, আজকের পরিবর্তণ প্রতিনিধি মেজবাহ উদ্দিন টুটুল, মতবাদ প্রতিনিধি অর্জুন চন্দ্র দে, সকালের সংবাদ প্রতিনিধি বিপ্লব রায়সহ ভোলার বাণী পরিবার ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ভোলা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ভোলার বাণীর স্টাফ রিপোর্টার এম. শরীফ হোসাইন।