গৌরনদী প্রতিনিধি ॥ প্রকাশ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মানের কাজ বন্ধ করে দিয়ে ইউপি সদস্যর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের।
মঙ্গলবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য ফারুক হোসেন অভিযোগ করে বলেন, গত কয়েকদিন থেকে শ্রমিক দিয়ে আমি বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মানের কাজ করে আসছিলাম। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে প্রকাশ্যে নির্মান কাজ বন্ধ করে দিয়েছে প্রতিবেশী আজগর মৃধা ও তার ছেলে বখতিয়ার মৃধা। এসময় আমি কারন জানতে চাইলে আজগরের ছেলে বখতিয়ার আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় সীমানা প্রাচীর নির্মান করতে দিবেন না বলে হুমকি প্রদর্শন করা হয়। বিষয়টি থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হলেও এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে চাঁদা দাবি কিংবা কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আজগর মৃধা বলেন, জমির সীমানা নির্ধারণ না করেই পাকা প্রাচীর নির্মাণ করে আসছিলো ইউপি সদস্য ফারুক হোসেন। তাকে সীমানা নির্ধারণের পর প্রাচীর নির্মান করতে বলা হয়েছে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুছ মিয়া বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।