জেলা সদরের মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৩৪৫ বস্তায় ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করেছে কোস্টগার্ড সদস্যারা।
জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ৫ কোটি টাকা । আজ বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন লে. ওয়াসিম আকিল জাকি।
তিনি আরো জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশনের চর মানিকা মেঘনা নদীতে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস বোঝাই একটি ট্রলার ধরার জন্য চেষ্টা করা হলে ওই ট্রলারটিতে থাকা জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটিকে দ্রুত চালিয়ে যায়।
পরে ভোলা সদরের মাঝের চর এলাকায় ট্রলারটিকে রেখে তারা পালিয়ে যায়।
তিনি জানান, ওই সময় ট্রলার থেকে ৩৪৫টি বোস্তা ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রী-পিস জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। আইনগত প্রক্রিয়া শেষে ওই শাড়ি বৃহস্পতিবার সকালে ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।