ভোলা:
ভোলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (১লা জানুয়ারি) সদর উপজেলার পূর্ব ইলিশা ও ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত দুই মাদক ব্যবসায়ি হলেন, মোঃ ইউনুস (৩০) ও মোসাঃ মিনারা বেগম (২৭)।
জেলা গোয়েন্দা (ওসি ডিবি) মোঃ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউনুসকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মিনারা বেগমকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।