লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্র লীগের অভিভাবকের দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
সারাদেশে ছাত্র লীগকে সু-সংগঠিত করে রেখেছেন প্রধানমন্ত্রী। সুশৃঙ্খল ছাত্রলীগ সারাদেশে শান্তির পতাকা বয়ে বেড়াচ্ছে। শনিবার সকালে বাংলাদেশ ছাত্র লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ছাত্র লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসারপর বাংলাদেশ ছাত্রলীগকে সু-সংগঠিত করেছেন।
সকাল ১১ টায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন উপজেলা ছাত্রলীগের এক বর্নাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে থানার মোড় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেকে কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকির বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম ফরাজীর সঞ্চালনায় এসময় লালমোহনের বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।