নিউজ ডেস্ক:
ভোলায় গ্রাহকদের আনুমানিক ১০ লক্ষ টাকা নিয়ে সকস বাংলাদেশ নামের একটি ভূয়া এনজিও উধাও হয়েছে বলে জানা যায়।
উধাও হওয়ার সংবাদ পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা ঐ অফিসের সামনে টাকার দাবীতে সকাল থেকে অবস্থান নিয়েছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ভোলার পরানগঞ্জ বাজার সংলগ্ন ভোলা-বরিশাল সড়কের পাশের মীর টাওয়ারের সামনে গ্রাকরা অবস্থান নেন।
গ্রাহকরা জানান, সকস বাংলাদেশ নামের একটি এনজিও এই মীর টাওয়ারের একটি ফ্লোর ভাড়া নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এবং পূর্ব ইলিশা বাপ্তা ও পশ্চিম ইলিশার বিভিন্ন গ্রামে গিয়ে লোন/ঋণ দিবে বলে জনপ্রতি ৩ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্তু সঞ্চয়ের টাকা নিয়েছেন।
একাধিক ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার সকালে তাদেরকে লোন/ঋণ দেওয়ার কথা ছিলো। কিন্তু গ্রাহকরা লোন/ঋণ নিতে এসে দেখেন এনজিওটি তালাবদ্ধ এবং দেওয়ালে ঝুলানো সাইনবোর্ডটিও নেই।
জানা যায়, এখান থেকে এই পর্যন্তু প্রায় দুইশো গ্রাহক লোনের আশায় অগ্রিম সঞ্চয়ের টাকা দিয়েছেন এই ভূয়া এনজিওকে।
তবে বাড়ীর মালিক মীর মোঃ আনোয়ার হোসেন জানান, তাদের সাথে চুক্তিপত্র হওয়ার আগেই তারা পালিয়ে গেছেন।
এদিকে খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এস আই মোঃ রফিকুল ইসলাম ফিরোজ সরেজমিন ঘুরে দেখে ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এবং ভূয়া ঐ এনজিও খোঁজ করে গ্রাহকদের টাকা ফিরিয়ে পাওয়ার আশ্বাস দেন তিনি।