বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজনে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিসিবি অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের ৪টি দলকে নিয়ে অনুর্ধ্ব ১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়।
সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে এই খেলার উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী খেলায় খুলনা জেলা দল ও ঝালকাঠি জেলা দল অংশগ্রহণ করে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, খোন্দকার আছিফ উদ্দিন রাখী, কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক, খুলনা জেলা দলের ম্যানেজার সাংবাদিক কনক রহমান