ভোলার চরফ্যাশনে নিখোঁজের চার দিনপর জাহাজ শ্রমিক বিল্লাল হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া নদীর শারেখখালি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিল্লাল হোসেন চরকুকরি মুকরী ইউনিয়নের হাকিমুদ্দিনের ছেলে।
এরআগে, গত ১৮ জানুয়ারি বিকেলে চরফ্যাশনের তেঁতুলিয়া ও মায়ানদীর সংযোগস্থলে বালুবাহী জাহাজ থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন বিল্লাল।
ঘটনার একদিন পর নিহতের ভাই বাদী হয়ে শশীভূষণ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ জাহাজের চার স্টাফকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, তেঁতুলিয়া নদীর শারেখ খালি পয়েন্টে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করছে।