নিজস্ব প্রতিবেদক:
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশায় শাখা পোস্ট অফিসে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের প্রতিবাদ এবং আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ইলিশা বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে ধর্ষণের ঘটনার ৪ দিন পরও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষিপ্ত হয়ে জনতা ইলিশা পোস্ট অফিসটি ভাঙচুর করেছে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্ত শের আলীকে গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া শিক্ষার্থীদের যৌন হয়রানির ও ইভটিজিং বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, ভোলা সদর উপজেলার ইলিশা শাখা পোস্ট অফিসের কর্মচারী শের আলী গত ২০ জানুয়ারি শিশুটিকে নতুন জামা দেয়ার প্রলোভন দেখিয়ে স্কুলের সামনে থেকে ডেকে নিয়ে পোস্ট অফিসের একটি কক্ষে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ভোলা সদর থানার একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শের আলী পলাতক রয়েছে।