ভোলা:
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোঃ দুলাল হোসেন (৩৪)। তিনি ওই ওয়ার্ডের মোস্তফা মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্বজনরা জানান, সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হন। তাৎক্ষণিক স্বজনরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন।