এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধি :
আমি নির্বাচনে আগে আপনাদের কাছে ওয়াদা করেছি আপনাদের সুখে-দুখে পাশে থাকবো। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যেকোন দূর্যোগে আমি আপনাদের পাশে আছি থাকবো। আজ সারা বিশ্ব যখন করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে লাখও মানুষের প্রাণহানি ঘটেছে, কয়েক লাখ মানুষ আক্রান্ত হয়ে সাধারণ মানুষ ঘর বন্দি হয়ে পড়েছেন,তাই আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। (১৬ এপ্রিল) বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় লালমোহন উপজেলাধীন ৭নং পশ্চিম চরউমেদ ইউনিয়নস্থ নর্থ গজারিয়া আদর্শ গ্রাম ও নব গঠিত মোতাহার নগর ভাইরাস (COVID-19) এর অস্তিত্ব না পাওয়ায় লকডাউন তুলে নিয়ে ঘর বন্দি মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ত্রান সহায়তা প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন। তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়। আপনারা ঘরে থাকুন, আপনাদের খাদ্য পৌছে দিবো। এসময় লালমোহন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, উপজেলা আওয়ামীলীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ শাহিন,উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বি , পশ্চিম চর উমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপুর্ব দাস, ট্যাগ অফিসার মুন্সি নূর মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সেলিম প্রমূখ উপস্থিত ছিলেন।