লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার বিকালে উপজেলার লালমোহন ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় প্রায় ১২ শত হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি।
উপস্থিত ছিলেন, লালমোহন ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডা. মো. হানিফ মাষ্টার, সাধারণ সম্পাদক নূরুল আমিন মেম্বার, ঢাকার সূত্রাপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কবি নজরুল ইসলাম সরকারী কলেজের সাধারণ সম্পাদক মো. রাকিব হাসান সোহেল প্রমুখ।