এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনা মেনে চলতে হবে। সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানাই।এক স্থানে সবাই জড়ো হবেন না। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। যাহারা অসহায়, হতদরিদ্র ঘরে খাবার নেই খাবারের প্রয়োজন হলে হট লাইনে ফোন দিবেন। আমরা আপনাদের ঘরে ঘরে গিয়ে খাবার পৌছে দিব। সারা বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়লেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় প্রশাসন, ডাক্তার, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার কম।
(১ মে) শুক্রবার সকালে লালমোহন গজারিয়ায় ৩”শ কর্মহীন, দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন।
লালমোহন ও তজুমদিনের অসহায় নিপীড়িত মানুষের একান্ত আপনজন আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের পরামর্শে গজারিয়ার মিনতী রানী দেবনাথ এর আয়োজনে করোনাভাইরাসে কর্মহীন ৩শ দুঃস্থ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করেন । অনুষ্টানে সার্বিক সহযোগিতায় ছিলেন, শ্রী যুগল চন্দ্র দেবনাথ ও শ্রী মিলন চন্দ্র দেবনাথ।
এছাড়া সকালে এমপি শাওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন ও রমাগঞ্জ ইউনিয়নের ৫ শতাধিক রোজাদার, ঈমাম, মুয়াজ্জিম ও কর্মহীন দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও উন্নত জাতের সবজি বীজ, সার বিতরন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা (মাষ্টার), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্ববায়ক আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বি, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন( মাষ্টার) পশ্চিম চর উমেদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাজাহান বেপারী, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সেলিম ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জয়ন্ত পন্টি প্রমূখ।