লালমোহন প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার লালমোহনে এই প্রথমবারের মত মোসা. আসমা আক্তার (২২) নামের এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় লালমোহন হাসপাতাল কর্তৃপক্ষকে মেইলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। আক্রান্ত ওই রোগী উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ মে করোনা উপসর্গ জ্বর, সর্দি ও গলাব্যথা নিয়ে লালমোহন হাসপাতালে আসে ওই রোগী। এরপর তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
এব্যাপারে লালমোহন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খান জানান, করোনা সনাক্তের বিষয়টি সন্ধ্যার দিকে জানতে পেরেছি। রাতেই ওই রোগীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, রাতেই ওই রোগীর বাড়িতে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হবে। এসময় ওই রোগীর আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হবে।।