লালমোহন ( ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারে ব্যয় বহুল ভাবে প্রতিষ্ঠিত আইকনিক শো’ রুমের মালিককে বিভিন্ন ভাবে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। এ অবস্থায় ভোলা- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এর হস্তক্ষেপ চেয়েছেন আইকনিকের মালিক মুশফিকুর রহমান।
তিনি জানান, ২০১৬ সালে গজারয়িা বাজারের সদর রোডে স্থানীয় খাদিজা-আলী হোসেন ফাউন্ডেশনের মালিকানাধীন একচালা টিনের ঘর ১০ বছরের চুক্তিতে ভাড়া নিয়ে সেখানে প্রায় বিশ লাখ টাকা ব্যয় করে ঘর সংস্কার ও ডেকোরেশন করে রকমারী প্রসাধনী ও বিভিন্ন পন্যের শো’রুম দেন। দীর্ঘ ৫ বছর লোকসানের ঘানী টানার বর্তমানে লাভের মুখ দেখায় প্রতিষ্ঠানটির উপর কু নজর পরে কতিপয় চক্রের। চক্রটি এরই মধ্যে খাদিজা – আলী হোসেন ফাউন্ডেশনের সাথে জমির মালিকানা বিরোধে জড়িয়ে আইকনিক শো’রুম উচ্ছেদের অপেিচষ্টায় লিপ্ত হয়। বর্তমানে ক্যাডার বাহিনী দিয়ে আইকনিকের মালিক মুশফিকুর রহমানকে বিভিন্ন ধরনের হুমকী দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে।
একদিকে হুমকী এবং অন্যদিকে আর্থিক ক্ষতির সম্মূখিন হয়ে স্থানীয় কর্তারহাট এলাকার ইয়াছিন মাষ্টারকে প্রধান করে ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মুশফিকুর রহমান।