ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি তার নির্বাচনী দু’টি উপজেলার হাসপাতালে দুটি বুথ স্থাপন করেন। শনিবার বেলা ১১টায় এ দু’টি বুথ উদ্বোধন করেন এমপি আলী আজম মুকুল।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার মো. বশির গাজী, বোরহানউদ্দিন থানার অফিসার ইন-চার্জ ম. এনামুল হক প্রমূখ সহ হাসপাতালের ডাক্তার গণ উপস্থিত ছিলেন।
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সহযোগিতায় নমুনা সংগ্রহে দু’টি বুথ স্থাপন করেন। শুক্রবার সন্ধ্যায় দু’টি জীবানু নাশক টালেন বোরহানউদ্দিন হাসপাতাল ও বোরহানউদ্দিন থানায় স্থাপন করেন এমপি মুকুল।