ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডে শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে জহরলাল (৬০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক জানান, করোনা সন্ধেহে জহরলালের তিনদিন আগে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি। রিপোর্ট এলে জানাযাবে করোনায় আক্রান্ত ছিলো কিনা।
এদিকে করোনা সন্ধেহে শনিবার চরফ্যাশন হাসপাতাল ৪৬ জনের নমুনা সংগ্রহ করেছেন। এপর্যন্ত ১৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।