ভোলার তজুমদ্দিন উপজেলায় করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরার পাঁচ দিন পর মারা গেলেন এক তরুণী। তার নাম শিরিনা আক্তার।
রোববার সন্ধ্যায় তজুমদ্দিনের কাজিকান্দি নিজ বাড়িতে হৃদরোগে তার মৃত্যু হয়।
শিরিনা আক্তার একই গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।
জানা গেছে, শিরিনা আক্তারের করোনা পজিটিভ ধরা পড়লে বাবা-ভাইসহ স্বজনরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। খবর পেয়ে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ব্যক্তিগতভাবে ওই মেয়েটির সব ব্যয়ভার বহন করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।
তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. কবীর সোহেল জানান, গত ৩১ মে থেকে ৯ জুন পর্যন্ত দীর্ঘ ১০ দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের করোনা ইউনিটে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে মঙ্গলবার বাড়ি ফিরে যান করোনাজয়ী শিরিনা।
এর পর বাড়িতে ৫ দিনের মাথায় রোববার সন্ধ্যায় হৃদরোগে মৃত্যুবরণ করেন শিরিনা।