বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

চরফ্যাশন স্বাহ্য কমপ্লেক্সে সংবাদকর্মিদের সাথে সংলাপ

চরফ্যাশন স্বাহ্য কমপ্লেক্সে সংবাদকর্মিদের সাথে সংলাপ

অশোক কুমার সাহা,চরফ্যাসন:
ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাহ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে স্বাহ্যসেবার মান নিশ্চিতকরনে স্থানিয় সংবাদকর্মিদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, সহ-সভাপতি শহিদুল ইসলাম দুলাল, সহ সভাপতি আমির হোসেন ও এম আবু সিদ্দিক। চিকিৎসকদের সাথে উন্মক্ত এ সংলাপে সু-চিকিৎসা বা স্বাহ্যসেবা বঞ্চিত ভুক্তভোগী রোগীদের অভিযোগ সংবাদকর্মিরা তুলে ধরে বলেন, ধারন ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ার পরেও চিকিৎসকদের শূন্যতায় মাত্র ৫-৮জন চিকিৎসক ও ৪-৫জন নার্স দিয়ে স্বাহ্যসেবা কিভাবে নিশ্চিত হয় ? তারা আরোও বলেন, ডাক্তার ও নার্সসহ বহু জনবল এবং চিকিৎসায় উন্নত যন্ত্রপাতির সংকটে রোগীরা স্বাহ্যসেবা বঞ্চিত হচ্ছে। দুরদুরান্ত থেকে আসা রোগীদেরকে চিকিৎসক ও ব্যক্তি মালিকানাধীন ডায়াগণস্টিকের দালাল শ্রেণী দ্বারা অযাচিত হয়রানি, বেশি বেশি পরিক্ষা নিরিক্ষা দেওয়া ও নামে বেনামে ঔষধ কম্পানীর মার্কেটিং অফিসারদের কাছ থেকে বিভিন্ন অফারে পার্সেন্টিজ বা উপকৌটন
পেয়ে চিকিৎসকদের দ্বারা রোগীদের অপ্রয়োজনিয় ঔষোধের লিস্ট দেওয়া। এছাড়াও সংবাদকর্মিরা রোগীদের অভিযোগের প্রেক্ষিতে আরোও বলেন, হাসপাতাল থেকে ঠিকমত সরকারি ঔষোধ দেওয়া হয়না, ইসিজি ও এক্স-রে মেশিনটিও বিকল হয়ে পড়ে আছে। সাপেকাটা রোগীদের বেক্সিন ও জরুরী বিভাগের বেন্ডেজকাপর,প্লাস্টার বায়োডীন,তুলাসহ বিভিন্ন প্রয়োজনীয় ঔষোধ থাকা সত্বেও সাপ্লাই কম বা নেই বলে রোগীদের দ্বারা ক্রয় করার উসিলা দিয়ে টাকাপয়সা নেওয়া। হাসপাতাল রোড থেকে শুরু করে ঔষোধ কম্পনীর মটর বাইকসহ ব্যক্তি মালিকানাধীন এম্বুলেন্স ও বিভিন্ন বোরাক রিক্সা মোটরবাইক জরুরী বিভাগের সামনে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি করে। এবংরোগীদের অভিযোগের আলোকে প্রাইভেট হাসপাতালের ডাক্তারসহ, সরকারি হাসপাতালের গাইনী ডাক্তার হোসনেয়ারার বিরুদ্বেও অভিযোগ করে বলেন, তিনি গর্ভবতী রোগীদের অপ্রয়োজনীয় সিজার করানোসহ তার স্বামী ডাক্তার কামরুল আহসান (প্রাইভেট) চরফ্যাশন আধুনীক হাসপাতাল এ- ডায়গণস্টিকের শেয়ার(মালিক) হন তাহলে সাধারণ মানুষ কিভাবে সরকারি স্বাহ্যসেবা পাবেন? এছাড়াও হাসপাতালের পুরোনো ভবনের সাথেই নির্মাণাধীন ১০০ সয্যা হাসপাতালের ভবনেও নিরাপত্তার জন্য দেওয়া হয়নি কোনোও ধরনের জালি বা নেটসহ নির্মণাধীন সাইনবোর্ড। এসব প্রশ্নের উত্তরে উপজেলা স্বাহ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শিরাজ উদ্দিন বলেন, দালাল মুক্ত হাসপাতাল গড়ব,আমরা চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিনের কাছে প্রায় ১শ জন দালাল শ্রেনীর নামে সম্প্রতি একটি তালিকা দিয়েছি। এছাড়াও আপনাদের অভিযোগ নিয়ে আমরা আমাদের ঊর্দ্বোতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে খুব দ্রুতই এসব সমস্যার সমাধান করব। ডাক্তার শিরাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন, ডাক্তার মাহাবুব কবির,ডাক্তার নুর মোহাম্মদ,হোসনেয়ারা,সুমিত্রা মজুমদার, যুগান্তর প্রতিনিধি এম আমির হোসেন,ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, সকালের খবর প্রতিনিধি নাজু পন্ডিত,জনকন্ঠ প্রতিতিনিধি এআরএম মামুন, কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার,যায়যায়দিন প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার,মানব জমিন প্রতিনিধি সাহাবুদ্দিন শিকদার, দৈনিক শাহনামা প্রতিনিধি অশোক সাহা, দৈনিক জনতা প্রতিনিধি মাহবুবুর রহমান নাজমুল বাংলার কন্ঠ প্রতিনিধি আমিনুল ইসলামসহ দৈনিক ভোরের কাগজ ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech