আওলাদ খান,ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বোরহানউদ্দিন রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে বর্তমানে তিনি শারিরিক ভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
শারিরিক ভাবে অসুস্থতা অনুভব করলে গত বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে সাস্থ্য বিভাগ,পরে রবিবার তার রিপোর্ট পজিটিভ আসে।
ভোলার এই ছাত্রনেতার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বোরহানউদ্দিন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
উল্লেখ্য তিনি দীর্ঘদিন ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি মহোদয়ের সাথে ত্রান কার্যক্রমে সম্পৃক্ত থেকে অসহায় মানুষের পাশে ছিলেন,করোনা ভাইরাসের প্রথম দিক থেকে অসহায় মানুষের জন্য ত্রান নিয়ে প্রত্যান্ত অঞ্চলে পৌছে দিয়েছেন ছাত্রলীগের এই নেতা।