ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোন এর বিসিজি বেইসেঅপারেশন অফিসার লেঃ মাহাবুবুল অালম শাকিল, মিডিয়া ও গোয়েন্দা কর্মকর্তা এবং কোস্ট গার্ড দক্ষিণ জোন এর সদস্যদের উপস্থিতিতে সেবাদানকারী প্রতিষ্ঠান বিদ্যানন্দের অর্থায়নে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন যাকাতের টাকা বিতরণ করেন।
আজ শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোন অফিস ক্যাম্পাসে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ০৩ টি মাছ ধরার নৌকা, ০২ টি ছাগল ও ০২ টি ভ্যান গাড়ি এবং বিধবা অসহায় মহিলা কে একটি সেলাই মেশিন সহায়তা প্রদান করা হয়।
এছাড়াও নোয়াখালী জেলার হাতিয়া থানার প্রত্যন্ত চরঅঞ্চলে অসহায় গরিব জেলেকে ০১ টি মাছ ধরার নৌকা সহায়তা প্রদান করেন কোস্টগার্ড।
কোস্টগার্ড অফিস সূএে জানা যায়, বাংলাদেশের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।