ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে আশ্রাদুল নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৫আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা গ্রামের মিলিটারি বাড়ির পুকুরে এঘটনা ঘটে। নিহত আশ্রাদুল ওই ওয়ার্ডের একই বাড়ির আক্তারের ছেলে।
স্বজনরা জানান, সকালে শিশু আশ্রাদুলের মা আখিঁ বেগম ঘরের রান্নার কাজ করছিলো। এসময় শিশু আশ্রাদুল খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে সকলের অগোচরে ঘরের পাঁশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর পানিতে তাকে ভাসমান অবস্থায় দেখতে পেলে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান হাসপাতালের অবাসিক মেডিকেল অফিসার ডাক্তার পিয়াস কান্তি সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু আশ্রাদুলের মৃত্যু হয়েছে।’