এনামুল হক রিংকু লালমোহন( ভোলা) প্রতিনিধি:
শুভ জন্ম দিনে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি শহীদ শেখ কামালকে। শেখ কামাল ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ। তিনি ছিলেন আবাহনীর প্রতিষ্ঠাতা। তাঁরই নিজের হাতে গড়া আধুনিক আবাহনী ক্লাব, প্রতিষ্ঠা করেছেন তিনি। শেখ কামাল একটি অনুভূতির নাম, বাংলার প্রগতিশীল চেতনার প্রতীক হয়ে বেঁচে থাকবে শেখ কামাল ৫ আগষ্ট বুধবার দুপুরে বঙ্গবন্ধুর জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে লালমোহন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত লালমোহন ঈদগাহ মাঠে আলোচনা সভায়, দোয় ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন ইউনিভার্সিটি লাইফে দুইটি প্যান্ট ও দুইটি শার্ট পরে সাদাসিধা জীবনযাপন করেছিলেন শেখ কামাল। নিজে একজন খেলোয়াড় ছিলেন, ক্রিকেট-বাস্কেটবল- ফুটবল, খেলেছেন সবই। ক্রীড়াঙ্গনে আবাহনী ক্লাব একটি উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি ।
আলোচনা সভায় দোয় ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুণ, তোফাজ্জল উকিল, সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন আরজু,, পৌর আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু তালুকদার প্রমূখ।
এছাড়া বাদ জহুর সকল মসজিদে দোয় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।