লালমোহন (ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহনে পৃথক পৃথক স্থান থেকে ৭০গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন লালমোহন থানা পুলিশ।
(৫ আগস্ট) বুধবার লালমোহন উপজেলার রামাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট নতুন ব্রিজ ও চন্দ্রার মার ব্রিজের উপর থেকে পৃথক পৃথকভাবে তাদের কে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, লালমোহন উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার সিদ্দিক মিয়ার ছেলে সুমন (৩২), ৬ নং ওয়ার্ডের কাশেম মিয়ার ছেলে মিজান (২৪) ও চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ৬ নং ওয়ার্ড থেকে জিলন মিয়ার ছেলে কবির (২৪) ।
থানা সূত্রে জানা যায়, মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে বুধবার লালমোহন থানার এসআই শহীদূল ইসলাম, এএসআই মাহবুবুরসহ সঙ্গীয় ফোর্স-
সহ কর্তারহাট নতুন ব্রিজ এলাকা থেকে প্রথমে ২০ গ্রাম গাঁজাসহ মিজান নামে একজনকে আটক করেন। এ ঘটনায় আটক মিজানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১, তারিখ ৫ আগস্ট। অন্যদিকে লালমোহন থানার এসআই কিশোর কুমার বিশ্বাস, এএসআই বরকত আলী, এএসআই গনেশসহ সঙ্গীয় ফোর্স সৈনিক বাজার-কর্তারহাট প্রধান সড়কে চন্দ্রার মার পোল এলাকায় মাদক বিক্রিকালে সুমন ও কবির কে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সুমন ও কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং ০২, তারিখ ৫ আগস্ট।
আটকের সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর।