ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফেরার পথে নৌকার উপর বজ্রপাতে আল আমিন (২৪) নামে এক জেলে নিহত হয়েছে।
২২ শে আগস্ট শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
এ সময় নিহত আল আমিন সহ আহত হন আরো দুই জন। তারা হলেন নুরনবী ও শাহজাহান।
আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
নিহত আল আমিন দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মেস্তরী বাড়ীর বাহার মাঝির ছেলে।
আহত জেলেদের সূত্রে জানা যায়, আল আমিনসহ তারা শনিবার সকালে মধ্য মেঘনায় ইলিশ মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে বিকেলের দিকে দৌলতখান মাছঘাটে ফিরছিলো। পথিমধ্যে তাদের নৌকাটি আকস্মিক বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই জেলে আল আমিন নিহত হয়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, মেঘনায় ইলিশ মাছ ধরে ঘাটে ফেরার পথিমধ্যে বজ্রাঘাতে এক জেলে নিহত হন। এঘটনায় নৌকায় থাকা আরও দুই জেলে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। নিহত জেলের মরদেহ পরিবার লোকজন নিয়ে গেছেন। সেখানে পুলিশ গেছেন।