লালমোহন( ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলার কৃতিসন্তান আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মারক দেশের গৌরব বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের মাতা সর্বজন শ্রদ্ধেয় বীরমাতা মালেকা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)তিনি বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুদিন আগে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার অসুস্থতার সংবাদ শুনে হেলিকপ্টারযোগে তাকে ঢাকা উন্নত চিকিৎসা জন্য নিয়ে যায়। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর তার অবস্থা উন্নতি হয়। পরে তাকে তার পরিবারের লোকজন তার নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসেন । আজ মঙ্গলবার ৮ সেপ্টেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে তিনি তার নিজ গ্রামের বাড়িতে
ইন্তেকাল করেন। এদিক বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের বীরমাতা মালেকা বেগম এর মৃত্যুতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে, শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি । তিনি এক শোক বার্তায় বলেন, ভোলার কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের রত্নগর্ভা বীরমাতা ছিলেন একজন পরহেজগার নারী। মহান রাব্বুল আল-আমিন যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেণ।