মনপুরায় উজান থেকে নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপকূলের চারটি গ্রামের নিম্নাঞ্চলসহ আমন ফসলের ক্ষেত প্লাবিত হয়েছে।
পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে হাজারও মানুষ। এদিকে জোয়ারের পানিতে মনপুরা উপকূলের বিচ্ছিন্ন বেড়িবাঁধহীন কলাতলীর চর ও চরনিজামের ফসলের ক্ষেতসহ নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ওই সব এলাকার মানুষ জোয়ারের পানিতে দিনে-রাতে পানিবন্দি থাকছে।
গতকাল রোববার দুপুর ১২টায় মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এর আগে শনিবার বিকালে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়।
সরেজমিন ঘুরে দেখা গেছে, অমবস্যার প্রভাবে জোয়ারের পানিতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, সোনারচর, চরযতিন, চরজ্ঞান গ্রামের নিম্নাঞ্চল ২-৩ ফুট জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।
পাউবো ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ যুগান্তরকে জানান, উজানের নেমে আসা ঢল ও অমাবস্যার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে শনিবার বিকালে মেঘনার পানি বিপদসীমার ৫৪ সেন্টিমিটার ওপর প্রবাহিত হয়।