লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর উদ্যোগে ভোলার লালমোহন উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ শাহাবুদ্দিন মিয়ার সভাপতিত্বে ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার লালমোহন কামিল মাদ্রাসার ২য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রাক্তব্য রাখেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসাইন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চতলা হাসেমিয়া মজিদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর মোঃ মাইনুদ্দিন, বালুরচর দালাল বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, ধলীগৌর নগর কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ শামছুদ্দিন, বালুরচর মাদ্রসার সুপার মোঃ রফিকুল ইসলাম।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর কেন্দ্রিয় কমিটির সহ-প্রচার সম্পাদক মোঃ জিহাদ হোসেন, সাংগঠনিক আলোচক হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন, ভোলা জেলা কমিটির সভাপতি মোঃ আমির হোসেন, সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমূখ।
সম্মেলনে তাদের দাবীগুলো ছিল-বেতন গ্রেড পরিবর্তন করে ১০ম গ্রেডে ১৬হাজার টাকা প্রদান করা। অফিস সহকারী পদ পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করা। ট্রেনিং এর ব্যবস্থা করা। বিভাগীয় প্রার্থী হিসাবে পদোন্নতির ব্যবস্থা করা। ম্যানেজিং কমিটি/গভনিংবডিতে অন্তর্ভূক্ত করা। কর্মঘন্টা নির্ধারন করা।
সম্মেলনে বক্তারা তাদের বক্তব্যে বলেন একটি প্রতিষ্ঠানের প্রধানের পরপরই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তৃতীয় শ্রেণির কর্মচারীরা। তাদের কাছে প্রতিষ্ঠানের অনেক গোপন তথ্য থাকে। প্রতিষ্ঠানের সকল ডকুমেন্ট সংরক্ষনেরও দায়িত্ব তাদের। তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর দাবীগুলোর যৌক্তিক এবং তারা এর সাথে একমত পোষন করেন।।
সম্মেলন শেষে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ লালমোহন উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসাবে শংকর নন্দি, সাধারন সম্পাদক হিসাবে আঃ করিম রনি, সাংগঠনিক হিসাবে বাবুল আক্তার কে মনোনিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে সঞ্চালকের দায়িত্বে ছিলেন মেজবাহ উদ্দিন জামাল। সম্মেলন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে লালমোহনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা উপস্থিত ছিলেন।