এনামুল হক রিংকু লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে মুজিব বর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদানে সচেতনতা বৃদ্ধি, রক্তের ডাটা সেট তৈরি, রক্তের গ্রুপ নির্ণয় ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার,( ৩ অক্টোবর) সকালে লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়ন আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রক্তের গ্রুপ নির্ণয় ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি । এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্ব সারা বিশ্বে এখন প্রশংসিত। শেখ হাসিনার সঠিক সময়ে সঠিক পদক্ষেপের কারণে দেশবাসী করোনার ভয়াল থাবা থেকে রক্ষা পেয়েছে।
বাঙালী জাতির সব অর্জন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে এসেছে।
এসময় লালমোহন স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি
মেহেদী হাসান সিফাত এর সভাপতিত্বে
উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ফখরুল আলম হাওলাদার, এমপি শাওনের লালমোহন-তজুমদ্দিনের আইসিটি উপদেষ্টা ইশরাক চৌধুরী নাওয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: মহসিন খান প্রমুখ।