এনামুল হক রিংকু লালমোহন, ভোলা প্রতিনিধি:
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে লালমোহন উপজেলা ছাত্রলীগের আয়োজনে ধর্ষন বিরোধী মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন সহ এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। ৭ অক্টোবর বুধবার সন্ধ্যায় লালমোহন পৌর শহরের চৌরাস্তার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তেজা সজীব বক্তব্যে বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী সমাধানের দাবি জানান। এই ধর্ষনকে কেন্দ্র করে কেউ গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। সকল ধর্ষনের বিচার ছাত্রলীগ চায়। যারা ধর্ষক তাদের কোন দল থাকতে পারে না। তারা কোন দলের না।
এ সময় ছাত্রলীগের নেতাদের হাতে মোমবাতি প্রজ্জ্বলন সহ বিভিন্ন ধর্ষন বিরোধী লিখনীর প্লাকার্ড দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মূর্তেজা সজীব, যুগ্ম আহবায়ক হাসান হাওলাদার, আলাউদ্দিন আল নূর পাটোয়ারী, মিটু, সদস্য শীমূল হাওলাদার প্রমূখ।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন
ছাত্রলীগের আহবায়ক, যুগ্ম আহবায়ক সহসদস্যরা এ কর্মসুচিতে অংশগ্রহন করেন ।