মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন হাসপাতালের আবাসিক চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কিশোরী মা’রা অংশ নেন।
সভায় খাদ্য ও পুষ্টির অভাবজনিত সমস্যা, মায়ের অপুষ্টি রোধে করণীয়, শিশু ও কিশোর বয়সে পুষ্টি এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস উন্নয়নে সমন্বিত প্রচেষ্টার উপর গুরুত্ব দেয়া হয়।
বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনার উপ পরিচালক মাহমুদুল হক আযাদ, কারিতাসের বরিশাল বিভাগীয় পরিচালক ফ্রান্সি বেপারী, রেহান উদ্দিন আহমেদ।