চরফ্যাশন উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবি সংস্থা কোস্ট ট্রাস্টের যৌথ আয়োজনে উপজেলা পর্যায়ে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে আজ সকালেয় উপজেলা নির্বাহি কর্মকর্তার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক, চরফ্যাশন থানার ওসি মনির হোসেন, কোস্ট ট্রাস্টের ভোলা জেলার সহকারি পরিচালক রাশেদা বেগম, সিএফটিএম প্রকল্পের চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের নির্বাহি সদস্য পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, সিনিয়র সহসভাপতি মনির আসলামি, সম্পাদক সামসুন্নাহার স্নিগ্ধা, নির্বাহি সদস্য সাবিনা ইসলাম রূপা।
এ সময়ে সভার আরও উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা। ভোলা জেলায় তৃণমূল পর্যায়ে করোনাভাইরাস নিয়ে কাজ করে আসছে স্বেচ্চাসেবি সংস্থা কোস্ট ট্রাস্ট। সভা সঞ্চালনা করেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক রাশিদা বেগম।