বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

মাস্ক না পরার দায়ে লালমোহনে ১৩ জনের অর্থদণ্ড

মাস্ক না পরার দায়ে লালমোহনে ১৩ জনের অর্থদণ্ড

ভোলার লালমোহনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। করোনা থেকে রক্ষায় জনগণকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করতে প্রতিনিয়ত চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এর অংশ হিসেবে সোমবার দুপুরে পৌর শহরের চৌরাস্তার মোড়ে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ৯ জনকে ৭ হাজার একশত টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম।

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে গত শনিবার উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরচর বাজারে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ২ ব্যবসায়ী ও ২ পথচারীকে ৫শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech