এনামুল হক রিংকু লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগ ও ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি‘র বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে লালমোহন পৌর ছাত্রলীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।( ২৮ ডিসেম্বর ২০২০) রোজ সোমবার আসরবাদ বিক্ষোভ মিছিলটি লালমোহন উপজেলা আওয়ামিলীগ অফিসের সামনে থেকে শুরু করে পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় চৌরাস্তার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পৌরছাত্রলীগের আহবায়ক মোঃ রাসেল হাওলাদার, যুগ্ম আহবায়ক অভি হাসান প্রমূখ। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, কাউন্সিলর সাইফুল কবির, নিয়াজ মুশফিক,এলিন প্রমূখ।