ভোলার তজুমদ্দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম চাচঁড়া প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
চাচঁড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন হান্নান জানান, বিদ্যালয়ের সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার কাজ করতে নির্মাণ শ্রমিক রাকিব ও সাদ্দাম ট্যাংকের ভিতরে নামে। এসময় গ্যাসের ক্রিয়ায় তারা চিৎকার করতে থাকলে আরেক শ্রমিক আলাউদ্দিন তাদের উদ্ধার করতে ট্যাংকে নামলে তিনজনই মারা যায়।
নিহত রাকিব ও সাদ্দাম তজুমদ্দিন উপজেলার শিবপুর খাসের হাট এলাকার এবং আলাউদ্দিন চাচঁড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা ।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।