মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিনে পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে পৌরশহরের সকল মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা ও মুজিবকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করা হয়েছে। দোয়া মোনাজাতে প্রধান অতিথি এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর শহরের বিশটি মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় বলে পৌর আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল নিশ্চিত করেছেন।