বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে করোনাকালীন ইফতার বাজার ফ্লপ

বরিশালে করোনাকালীন ইফতার বাজার ফ্লপ

বরিশালে করোনাকালীন রমজানের প্রথম দিনের ইফতার বাজার ছিলো একেবারে ফ্লপ। প্রথম রমজানের দিন কঠোর লকডাউন শুরু হওয়ায় ইফতার নিয়ে বেকায়দায় পড়েন বিক্রেতারা।

গত বছর লকডাউনেও সীমিত পরিসরে চালু ছিলো ইফতার বাজার। সে অনুযায়ী এবারও লকডাউনের প্রথম দিন প্রথম রমজানে বুধবার নগরীর বিভিন্ন এলাকায় ইফতারীর পসরা সাঁজিয়ে বসেন হাতে গোনা কিছু হোটেল ব্যবসায়ী। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কঠোরতার কারনে বুধবার প্রথম দিনের লকডাউন অনেকটা সফল হয়। দোকান এবং নগরীর অভ্যন্তরীন যানবাহন চলাচল বন্ধ। এ কারনে রাস্তাঘাটও জনশূন্য।

রাস্তাঘাটে মানুষজন না থাকায় ইফতারী নিয়ে বিপাকে পড়েন হোটেল ব্যবসায়ীরা। আশপাশের কিছু মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অল্প কিছু ইফতার সংগ্রহ করলেও দূরদুরান্তের মানুষ তাদের চাহিদা অনুযায়ী ইফতার কিনতে পারেননি। এ কারনে নামী-দামী ইফতার হাউজগুলো পড়েন বিপাকে।

 

এদিকে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমান আদালত নগরীতে অভিযান পরিচালনা করে। দোকানপাঠ, গনপরিবহন সব কিছু নিয়ন্ত্রন করছে প্রশাসন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাভেদ হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech