লালমোহন ভোলা প্রতিনিধি:
লালমোহনে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের পক্ষ থেকে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যেগে প্রচারণা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ব্যবসায়ী সমিতির সম্পাদক আলী আহমেদ, যুগ্ম সম্পাদক হাছনাতুজ্জামান সোহাগ, সদস্য ও পৌর সভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মঞ্জু তালুকদার, খালেক সওদাগর, তাহের হাওলাদার, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ও ব্যবসায়ী নেতা আহাদুল ইসলাম সুজন,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক জয়ন্ত চন্দ পন্টি,আবদুল মন্নান, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।
ঘরে থাকুন,মাস্ক পড়ুন, নিরাপদে থেকে নিজেসহ অপরজনকে বাঁচান।